ব্রেন/চিন্তা/মনোভাব/জ্ঞানকে আপডেট না করলে কী হয়?
১. একজন মানুষ এইচএসসি পাশ করার পর আর কোন পড়াশোনা করেনি।
আরেকজন মানুষ তার পরে অনার্সে চার বছরে ৫০ টি কোর্স বা সাবজেক্ট পড়ে (ধরে নিই সে আর অন্য কিছু পড়েনি)। তাহলে এ দুজনের মধ্যে নিশ্চয়ই জানার পার্থক্য থাকবে।
২. একজন মানুষ অনার্স পাশ করার পর আর কোন পড়াশোনা করেনি।
আরেকজন মানুষ অনার্স শেষে মাস্টার্সে দুবছরে ৩০ টি কোর্স বা সাবজেক্ট পড়ে (ধরে নিই সে আর অন্য কিছু পড়েনি)। তাহলে এ দুজনের মধ্যে নিশ্চয়ই জানার পার্থক্য থাকবে।
৩. একজন মানুষ একটি বিষয়ে অনার্স ও মাস্টার্সে ৫/৬ বছর পড়ে কিন্তু অন্য আর কিছু পড়েনি। আরেকজন মানুষ একটি বিষয়ে অনার্স ও মাস্টার্সে ৫/৬ বছর পড়ে প্লাস এসময়ে আরও বিভিন্ন বিষয়ে যেমন ধর্ম, রাষ্ট্র, অর্থ, দর্শন, . ২০০ বই পড়ে। নিশ্চয়ই দুজনের মধ্যে জানার পার্থক্য থাকবে।
৪. একজন মানুষ মাস্টার্স পাশ করার পর চাকুরি শুরু করলো এবং দশ বছর চাকুরি করলো এ সময়ে চাকুরিতে জরুরি প্রয়োজনীয় বই ছাড়া অন্য বই পড়েনি।
আরেকজন মাস্টার্স পাশের পর দশ বছর চাকুরী জীবনে চাকুরীর জরুরি বই ছাড়াও আরও ৫০০ বই পড়েছে ধর্ম, রাষ্ট, অর্থ, দর্শন বিভিন্ন বিষয়ে । নিশ্চয়ই এদের মধ্যে জানার পার্থক্য থাকবে।
৫. একজন মাস্টার্স পাশ। চাকুরি করে, বই পড়ে নিয়মিত। অনেক পড়েছে কিন্তু বাস্তবতা বা পারিপার্শ্বিকতার সাথে রিলেট করেনি, চিন্তা করেনি, ভাবনা ভাবেনি। আরেকজন মাস্টার্স করেছে বা করেনি, প্রচুর বই পড়ে, নিয়মিত পড়ে এবং জীবনের অভিজ্ঞতা ও কাজের অভিজ্ঞতার সাথে বই পড়ার বিষয়গুলোকে নিয়ে ভাবে চিন্তা করে, রিলেট করে। এ দুজনের প্রাজ্ঞতায় ভিন্নতা থাকবেই।
৬. একজন মানুষ কোথাও ফরমাল ডিগ্রি নেয়নি। কিন্তু সবসময় বিভিন্ন বিষয়ের বিভিন্ন আঙ্গিকের ডিসিপ্লিনের বই নিয়মিত পড়ে, সবকিছু দশদিক থেকে ভাবে এবং দিনরাত চিন্তা করে, চারপাশের ঘটিত ঘটনা, জীবন ও অভিজ্ঞতার সাথে মেলায়। গুঢ় অর্থ খুঁজে। সম্পর্ক খুঁজে।
আরেকজন ফরমাল ডিগ্রি নিয়েছে অনেক। পিএইচডিও করেছে কিন্তু চারপাশে ঘটিত ঘটনা, জীবন ও অভিজ্ঞতার সাথে রিলেট করেনি, চিন্তা করেনি, ভাবনা করেনি।
তাঁদের মধ্যে ফরমাল ডিগ্রি একজনের বেশি হলেও আরেকজনের প্রাজ্ঞতা বেশি হবে।
(কিছু লোক থাকেই যারা ব্যতিক্রম ফরমাল পড়াশোনাও নেই, কোন বই পড়াও নেই, সেরকম চিন্তাও নেই, তবু তাঁরা অনেক প্রাজ্ঞ, সুফি, আলেম, জ্ঞানী, বিজ্ঞ, পন্ডিত। এরকম মানুষ দূর্লভ। এরকম দূর্লভদের নিয়ে কথা হচ্ছেনা। কথা হচ্ছে সাধারণদের নিয়ে, মেজরিটি নিয়ে।)
লেসন:
আমাদের মধ্যে যারা চাকুরি বা ব্যবসা শুরুর পরে পড়া বন্ধ করে দেই কিংবা চিন্তা করা বন্ধ করে দেই, জ্ঞান ও বাস্তবতার মধ্যে রিলেট করা বন্ধ করে দেই, বিভিন্ন ঘরানার বই পড়িনা, বিভিন্ন প্রেক্ষাপট থেকে বিষয়গুলোকে বিবেচনা করিনা, তারা অনেক পিছিয়ে যাচ্ছে। কতটা পিছিয়ে যাচ্ছে তা বলে শেষ করা যাবেনা। আমি মাস্টার্স পাশ, আমি ডাক্তার পাশ, আমি প্রকৌশলী পাশ, আমি পিএইচডি পাশ বলে নিজে নিজে বড় শিক্ষিত মনে করা যাবে। মুই কী না জানি ভাব থাকবে। নিজেকে নিয়মিত আপডেট না করলে; চিন্তায়, ধ্যানে, মনে, মননে, ভাবনায় গভীরতায়, জানায়, পড়ায়, উৎকর্ষতা অর্জন না করলে জং ধরা দা এর মতোই হবে সে। নাম দা বটে কিন্তু কিছুই কাটবেনা। অমুক তমুক পাশ করা লোক বটে দিনে দিনে বছরে বছরে এমন জং ধরেছে যে আর কোনকিছুই বুঝে উঠতে পারেনা। যা বোঝে তা যে কিছুনা সেটাও ধরতে পারেনা।
-ড. সফিকুল ইসলাম।
(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )