ব্যখ্যা দিয়ে বন্ধুত্ব বা ধর্ম হয় না।
যুক্তি, তর্ক, প্রমান, কারণ, ব্যখ্যা দিয়ে বন্ধুত্ব বা ধর্ম হয় না।
.
এ গুলোর জন্য লাগে বিশ্বাস। অবিশ্বাস করতে যুক্তি, তর্ক, প্রমান, কারণ ইত্যাদি লাগে।
বন্ধুত্বে বা ধর্মে এগুলো লাগে না।
.
বন্ধুত্বে বা ধর্মে কেবল দরকার বিশ্বাস। যুক্তি, তর্ক, প্রমান, ও কারণ দিয়ে বন্ধুত্ব বা ধর্ম হয় না।
.
যখন কেউ অতিমাত্রায় বিশ্বাস করে সে তখন বন্ধুর কাছে হয়তো প্রতারিতও হইতে পারে। প্রতারিত হোক বা না হোক, যতক্ষণ বিশ্বাস করে ততক্ষণই বন্ধুত্ব থাকে। যে মুহুর্তে বিশ্বাসে ফাটল সে মুহুর্তে সেখানে বন্ধুত্ব নেই। প্রতারণা থাকুক বা না থাকুক।
.
যখন বিশ্বাসে ফাটল তখন সকল প্রকার প্রমান, যুক্তি, তর্ক, কারণ, ব্যখ্যা সব অসার। এসব দেওয়া যাবে, কিন্তু ফলাফল জিরো।
.
যুক্তি, তর্ক, কারণ, প্রমান, ব্যখ্যা দিয়ে বিজনেস হতে পারে, লেনদেন হতে পারে, বিজ্ঞান হতে পারে, আবিস্কার হতে পারে। কিন্তু বন্ধুত্ব হতে পারে না।
.
এখন যদি কেউ প্রশ্ন করে ‘বন্ধুত্ব কি?‘, সে প্রশ্নের উত্তর অনেক বড়, সে আলোচনা এখানে মুলতবি রাখা হলো। কেবল বলে রাখা যায়- প্রশ্নাতীত সম্পর্কই বন্ধুত্ব, প্রশ্ন শুরু মানেই বন্ধুত্ব শেষ।
-ড. সফিকুল ইসলাম।
(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )