জীবন কেবল সৃষ্টির কল্যাণে
আগামীকাল ম্যালা কাজ করে ফেলবো ভাবি। দিন পার হলে দেখি অনেক চেষ্টা ও পরিশ্রমের পরও খুব একটা কিছু করে ফেলতে পারি তা নয়। দিন খুব ছোট। ফুস করে শেষ হয়ে যায়। জীবনে অনেক কিছু করবো ভাবলেও জীবনে অনেক কিছু করা যায় না। সফল ব্যাক্তিদের যে কাজগুলিকে আমরা বড় অর্জন বলি সেটাও হয়তো কিছুই না। জীবন খুব ছোট। ফুড়ুত করে শেষ হয়ে যায়।
জীবনে আমার কোন উচ্চাকাঙ্খা নেই।
কিন্তু জীবন খুবই ব্যবহার্য একটি জিনিস।
অপার সম্ভাবনার জিনিস।
তাক লাগিয়ে দেবার জিনিস।
এর যথাযথ ব্যবহার জরুরি।
আমার জীবনকে
পূর্ণ মাত্রায় ব্যবহার করতে চাই।
পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব তথা
সৃষ্টির কল্যাণে।
এজন্যই আমার ব্যস্ততা।
ভালো কাজে ব্যস্ততা।
মরে গেলে কী হবে সে চিন্তায়
এখন বিভোর হতে চাই না।
কাজ করে যেতে চাই।
ভালো ব্যবহার করে যেতে চাই।
সদাচরণ করে যেতে চাই।
সৃষ্টির কল্যাণে অনবরত চিন্তা ও
কাজ করে যেতে চাই।
কাজ করে গেলে নিশ্চয়ই ফল পাওয়া যাবে।
বেহেশতে যাওয়ার লোভে নয়,
দোযখে যাওয়ার ভয়ে নয়,
সৃষ্টি ও স্রষ্টার বিশালতাকেই ভালোবেসে যেতে চাই।
তুচ্ছ আমি আসলে কিছু না, যখন থাকবোনা,
পৃথিবীর কিছুই হবে না।
তাই
যা হবার হবে।
কাজের ফল মিলবে।
তাই কাজ করে যাই,
কাজ অনুযায়ী ফল মিলবে- এ আমার বিশ্বাস।
কাজই আনন্দ, কাজই জীবন।
কাজের জন্যই জীবন। আনন্দই জীবন।