কাজের ধরণে অফিসার চার রকম হয়।
এক. যে সব কাজ নিজে নিজে একা একাই করতে চায়। বড় কাজ ছোট কাজ সব বিষয় নিজের হাতে করতে চায়। কাজ ভাগ করতে পারে না। আদায় করতে পারে না।
দুই. যে কোনো কাজই নিজে করে না। সব অধীনস্থ বা সহকর্মীদের দিয়ে করায়, নিজে শুধু দিত্ব মারে। কোনো বিষয়ের গভীরে ঢুকে না, কোনো দায়িত্বই নেয় না।
তিন. যে নিজেও কিছু করে না, আর অন্যদেরকে কাজ করতে দিবে না। সব থামিয়ে রাখবে। ছুকছুক স্বভাবের হয় কিংবা সন্দেহবাতিক হয় কিংবা ফাঁকিবাজ হয়। কাজের প্রতি অনীহা থেকে এরকম করে কিংবা মনের ভেতর থেকে তাঁদের দায়িত্ববোধ কাজ করে না।
চার. যে নিজে কাজ করে আবার কাজ করিয়ে নিতেও জানে। তথা যথাবন্টন ও নেতৃত্বগুণ দিয়ে কাজ আদায় করে নেয় আবার নিজেও কাজের মধ্যে অংশ নেয়। সব বিষয় নখর্দপনে রাখে কিন্তু সব কাজ নিজের হাতে করে না। তুচ্ছ বিষয়ে সময় নষ্ট করে না।
-ড. সফিকুল ইসলাম।
(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )