Detail

Home - লাইফস্টাইল - মানুষ যা ভালোবাসে, তা-ই আবার ঘৃণা করে

মানুষ যা ভালোবাসে, তা-ই আবার ঘৃণা করে

মানুষ যাহা ভালোবাসে, অবচেতনে আবার সেইটিই ঘৃণা করে, -এর দশ বাস্তব উদাহরণ।
১।
#মোবাইলে কথা বলতে বলতে একজনের সাথে আপনার বন্ধুত্ব বা জানাশোনা। সেইজন একদিন বললো, ‘‘মোবাইল বড় খারাপ জিনিস, #মোবাইলে এত কথা বইলো না। কথায় কথায় ফোন দেওয়া ও ফোন ধরা ঠিক না।‘‘
-অথচ মোবাইল না হলে তার সাথে পরিচয়ই হতো না।
.
২।
#পত্রিকায় আপনার লেখা পড়ে পড়ে আপনার লেখালেখি তার প্রিয় হলো। একদিন সে-ই বললো যে ‘‘# লেখালেখি ভালো না, এত #লেখালেখি করবেন না। ‘‘
-অথচ লেখালেখি না করলে তার সাথে পরিচয়ই হতো না।
.
৩।
#রাত জাগার কারণে একজনের সাথে পরিচয়। তার সাথে সাহিত্য, সংস্কৃতি সব বিষয়ে আলাপচারিতা জানাশোনা। সে একদিন বললো ‘‘#রাত জাগা ঠিক না, রাত জাগা মানুষ ভালো না, শরীর খারাপ হয়।‘‘
-অথচ, রাত জাগার কারণেই তার সাথে পরিচয়।
.
৪।
একটি #সেক্টরে চাকুরি বা ব্যবসা করেন বলে আপনি একজনকে একটি বড় সহযোগিতা করতে পেরেছেন। সে কারণে তার সাথে আপনার হৃদ্যতা। সেই থেকে সম্পর্ক। পরে কোনো একদিন সে আপনাকে শুনাবে ‘‘ এই #সেক্টর ভালো না, এই সেক্টরের লোকেরা ভালো না, এই সার্ভিসের লোকেরা ভালো না‘‘।
-অথচ, এই সেক্টরের কারণেই তার সাথে দেখা বা পরিচয়।
.
৫।
আপনার কিছু #বৈশিষ্ট্যের জন্যই কেউ একজন আপনাকে পছন্দ করলো, কাছে আসলো। এভাবে দীর্ঘদিন পার হলো। একদিন সে আপনার ঐ #বৈশিষ্ট্যের জন্যই আপনাকে সবচেয়ে বেশি অপছন্দ করা শুরু করলো।
– অথচ, এই বৈশিষ্ট্যের জন্যই তার সাথে যোগাযোগ শুরু।
.
৬।
আপনার যে #কাজ/পেশার জন্য আপনাকে সবচেয়ে বেশি সম্মান করতো একজন, সেই একই #কাজ/পেশার জন্য আপনার উপর সে একদিন খুব বিরক্ত।
-অথচ, সেই কাজ/পেশার জন্যই আপনার সাথে তার শুরু।
.
আপনার যেই হাসির জন্য একজনের মন উতাল পাথাল হতো, আজ আপনার সেই হাসি দেখেই সেইজনের মাথার তালু/পিত্ত্বি একসাথে জ্বলে উঠে।
-অথচ, এই হাসিই আপনার সাথে তার কানেকশন করে।
.
৮। আপনার যে নেতৃত্ব, নেতামি, ভাব, ক্ষমতা দেখে একজন আপনারে মনে ধরেছিল। বহুদিন পরে সেই লোকই আপনার এসব নেতামি/ক্ষমতাকে অপছন্দ করবে।
.
৯। আপনার যে বুদ্ধি, তীক্ষ্ণ নজর, প্রখরতা দেখে যে প্রশংসায় পঞ্চমুখ ছিল। যে আপনাকে সান্নিধ্যে রেখেছিল। সেই লোকই আপনার বুদ্ধি/প্রখরতাকে তার অন্যতম বাধা মনে করবে।
.
১০।
আপনার সহজিয়া ভাব ও সরলতাকে যে মধুর করে ভালোবেসেছিল। সুনাম করেছিল। সে-ই একদিন আপনার সহজ-সরলতাকে হাবলামি বলে জনসমক্ষে ইয়ার্কি-ঠাট্টা করবে।
.
মানুষ যার #ভিত্তিতে শুরু করে, সেই #ভিত্তিরেই আগে কুরবানি দেয়। মানুষ এমনই চিজ- শ্রেষ্ঠ সৃষ্টি স্রষ্টার!
…..

ড. সফিকুুল ইসলাম, ৩০ আগস্ট ২০২১।

(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )

Share Now
Author

Dr. Shafiqul Islam

(BBA, MBA, DU; Mphil, Japan; PhD, Australia) Deputy Secretary, Government of Bangladesh. Chief Executive Officer, Cumilla City Corporation, Local Government Division, Ministry of LGRD
error: Content is protected !!

My Shopping Cart