Detail

Home - সমাজ ও ধর্ম - লাতিফুল খাবীর যিনি গোপন খবর জানেন

লাতিফুল খাবীর যিনি গোপন খবর জানেন

আল্লাহপাকের ৯৯টি নামের একটি হচ্ছে লাতিফুল খাবীর। যিনি সুক্ষ্ণাতিসুক্ষ্ণ বিষয়ের খবর রাখেন।বিশ্বভ্রমান্ডের গ্রহ উপগ্রহে গঠিত সকল কারিগরি সুক্ষ্ণ বিষয় আল্লাহ পাকের নখর্দপনে।এ নামের অর্থ ব্যাখ্যায় আছে- অন্ধকার কালো রাত্রীতে পাহাড়ের গুহায়, কালো পাথরের উপরে হাঁটারত একটি কালো পিপড়ার পা কয়বার নড়ছে তাও তিনি জানেন।
*সক্রেটিস বলছেন- নো দ্যাইসেলফ। নিজেকে জানুন। এ জানার কি শেষ আছে? শেষ না থাকলেও চোখ বন্ধ করলেই দেখতে পাই দোষে গুণে মানুষটি আমি আসলে কীরকম!নিজের কাছে নিজেকে লুকানো যায় কি? এবং নিজেকে নিজে জানার চেষ্টা করি কি?
*রবীন্দ্রনাথ বলেছেন, “ আত্মপ্রবঞ্চনা ও পরপ্রবঞ্চনার পঙ্কিল আবর্তে আমরা আসলে নিজেকে হারিয়ে ফেলি। প্রবৃত্তিকে খেলাচ্ছলে চরিতার্থ করিবার জন্য যদি মনে মনে বোঝাপড়া থাকে তবে তাহা খেলা বটে– কিন্তু আত্মপ্রবঞ্চনা বা পরস্পরকে প্রবঞ্চনা করিলে তাহা আর খেলা থাকে না; তাহা আত্মাহুতি!”
*আমার মা প্রায়ই বলেন, ”নিজের বিচার নিজে করলে, উকিল মোক্তার লাগেনা, জজ ব্যারিস্টার লাগেনা”। তাইতো! আর কেউ জানুক বা না জানুক আমি নিজে ঠিক জানি কেন কি কথা বলছি, কোন কারণে কোন কাজ করছি। নিজের সাথে প্রতারণা করার উপায় আছে কি? আর যদি প্রতারণা করি তবে নিজেকে নিজে ভিতরে ভিতরে খুন করার মতোই! বেঁচে থাকাটা অযথা মাত্র।
*প্রিয় লেখক হুমায়ুন আহমেদের ”অবাক হবার ক্ষমতা” প্রবল ছিল যেটি মানুষের একটি শ্রেষ্ঠ গুন। এ চাকুরীর সুবাদে বিশেষ করে এসি ল্যান্ড ও ইউএনও হিসেবে কাজ করে মানুষের বিবিধ রূপ দেখে অবাক হবার ক্ষমতা কিছুটা কমে গেলেও, দুঃখজনকভাবে এখনো হা করা মুখ নিয়ে অবাক হই!ভাবি এও কী সম্ভব?! ইউ টু?!
*যে জেগে ঘুমায় তাকে জাগায় এ সাধ্য কার? সুম্মুম বুকমুন উময়ূন ফাহুম লাইয়ারজিউন। (Dumb, Deaf, and blind, they never want to go for the right path)
*These above are the scattered thinking by which I am judging, self-reflecting and asking myself. You should not scrutinize it otherway. Rather you may try for judging, self-reflecting, asking yourself, Thus we may achieve the righteousness. আবারো রবীন্দ্রনাথের কাছে যাই- ”সুবিধাই হউক লাভই হউক, আত্মহিতই হউক লোকহিতই হউক, মিথ্যা বলিব না, মিথ্যাচরণ করিব না, সত্যের ভান করিব না, আত্মপ্রবঞ্চনা করিব না– সত্যকে আশ্রয় করিয়া মহত্ত্বে উন্নত হইয়া সরল ভাবে দাঁড়াইয়া ঝড় সহ্য করিব সেও ভালো, তবু মিথ্যায় সংকুচিত হইয়া সুবিধার গর্তর মধ্যে প্রবেশ করিয়া নিরাপদ সুখ অনুভব করিবার অভিলাষে আত্মার কবর রচনা করিব না”।.

-ড. সফিকুল ইসলাম।

(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )

Share Now
Author

Dr. Shafiqul Islam

(BBA, MBA, DU; Mphil, Japan; PhD, Australia) Deputy Secretary, Government of Bangladesh. Chief Executive Officer, Cumilla City Corporation, Local Government Division, Ministry of LGRD
error: Content is protected !!

My Shopping Cart