মানুষ ও বটগাছ
মানুষ ও বটগাছ
যখন গ্রামে একটি বটগাছ থাকে, তখন মানুষ বুঝতে পারে না , কী তার গুরুত্ব, কী তার সান্নিধ্য, কী তার প্রয়োজন। যখন বটগাছটি থাকে না তখন মানুষ টের পায় কত প্রশান্তি সে দিতো, কত উপকার সে করতো, কত আগলে সে রাখতো, কত ছায়া সে দিতো, কত বাতাস সে ছড়াতো, কত পাখির সে আশ্রয় হতো, কত পাখির কিচিরমিচির গানের উপায় সে হতো! হারানোর পরে বুঝতে পারে বটগাছটি কত শান্তির হাত বোলাতে, কত আরামের পরশ দিতো, কতভাবে সে নিরাময় দিতো!, পাখিডাকা ছায়নীড় হতো।
…
হে মানুষ, ঘরে বা বাইরে তোমার চেনাজগতে যারা আছে, তাদের মধ্য থেকে তোমার বটগাছটিকে চিনে নাও, তার সান্নিধ্যে থাকো, তাকে অনুভব করো, তারে গুরুত্ব দাও, তার ভালোবাসার আবেশে মজো।
.
সময় হারিয়ে কাইন্দোনা মনা!
.
বৃক্ষ এমন যে একে নতুন স্থানে নেওয়ার জন্য উপরে তুলে কোথাও নিয়ে রোপন করলে নতুন জায়গায় খাপ খাইয়ে নেয়।
নতুন করে মূল ও মূলের শাখা প্রশাখা মেলে, নতুন মাটিতে হাত-পা গজাতে থাকে। চারপাশ ছড়িয়ে মাটি ভেদ করে করে সম্পর্কের জাল বুনে। আস্টেপৃষ্টে আঁকড়ে ধরে। মনে হয় যেন জন্ম থেকে সে এখানেই ছিল।
পরে যখন আবার একে নতুন স্থানে নেবার জন্য উপরে ফেলা হয় তখন বৃক্ষের খুব কষ্ট হয়। মূল ও মূলের শাখা-প্রশাখা চারপাশ মাটি-হাওয়া-পরিবেশ ছেড়ে যেতে নিশ্চয়ই বৃক্ষের কষ্ট হয়।
মানুষও তেমনি। যেখানে যায় সেখানেই জড়িয়ে যায়। সম্পর্কে বা অসম্পর্কে, শরীরী বা অশরীরী, দৃশ্যে বা অদৃশ্যে। এতসব সম্পর্কের জাল ছেড়ে চলে যেতে মানুষের কষ্ট হয। খুব কষ্ট। প্রতিটি বিষয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার এ এক নির্মম খেলার শিকার হয় মানুষ।
সম্পর্কের বাঁধন সে একটি একটি করে ছিড়ে। ঘরের সাথে, বাথটাবের সাথে, বারান্দার দূর্বাঘাসের সাথে, অফিস বা ইউনি যাবার পথের সাথে, গাড়ির সাথে, বাড়ির সাথে, বাস-ড্রাইভারদের সাথে, পুরাতন কাপড়ের সাথে, পিসির সাথে, চেয়ার টেবিলের সাথে, বারান্দার গাছগুলোর সাথে, জানালার আাকাশটার সাথে, উইকলি টি প্রোগ্রামের সাথে, ব্যবহৃত হাজার জিনিসের সাথে, এটার সাথে ওটার সাথে, অমুকের সাথে তমুকের সাথে……………..।
সকলের সাথে সম্পর্কের এ জাল ছিড়ে ছিড়ে সে বেরিয়ে যায়। যেতে হয়। কী নিষ্ঠুর মানুষ।
আবার নতুন জায়গায় যায়, নতুন বিষয়াদির সাথে মেশে, নতুন সম্পর্ক হয়। নতুন ভালোবাসায় জড়ায়। কত প্রেম মানুষের!
মানুষ আসলে সম্পর্ক ছিন্ন করায় ও সম্পর্ক গড়ায় খুবই নিপূণ। কখনো নিষ্ঠুর কখনো ভালোবাসার সাগর।
-ড. সফিকুল ইসলাম।
(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )