বিভিন্ন অনুষ্ঠানে কাকে অতিথি বানাবেন?
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে কাকে অতিথি বানাবেন?
সমাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কাকে অতিথি বানাবেন?
টিভি/রেডিও/পত্রিকায় কাকে স্পীকার হিসেবে নেবেন?
চিন্তা ও বুদ্ধিবৃত্তিক আলোচনায় কাকে রাখবেন?
এসব নিয়ে নতুন করে ভাববার সময় হয়েছে।
অনেকে হয়তো বলবেন, পুলিশ ভেরিফিকেশন করিয়ে নিতে তারপর দাওয়াত দিতে বা গ্রহণ করতে। হুম এটা হতে পারে!
তবে সবচেয়ে ভালো নিজেই নিজের সেন্স দিয়ে পরখ করে নেওয়া। যাকে অতিথি বানাচ্ছি তাঁর আগেপিছে সব জেনে নেওয়া, পিসিপিআর জেনে নেওয়া, টাকা আর বন্দুক থাকলেই দাওয়াত না দেওয়া। যে অনুষ্ঠান তার সাথে খাপ খাইয়ে যথাযথ লোক বাছাই করে সর্বোতকৃষ্ট মানুষটিকে নিমন্ত্রণ করা।
আমাদের দাওয়াতে তোমরা আর তোমাদের দাওয়াতে আমরা এরকম মাসতুতু দাওয়াত হয়তো আরও চলতে থাকবে।
তবে শাহেদ সাবরিনা ঘরাণার লোকদের থেকে সাবধান হবার সময় এসেছে।
২০২০।
-ড. সফিকুল ইসলাম।
(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )