জেন্ডার বিষয়ক তিনটি চিন্তা
১।
নারী হলে নারীর পক্ষ নিতে হবে কিংবা পুরুষ হলে পুরুষের পক্ষ নিতে হবে- এরূপ চিন্তাও পুরুষতান্ত্রিকতা।
২।
বেকার স্বামীকে সাধারণত নারীরা স্বামীও মনে করেননা, পুরুষও মনে করেননা। এটা নারীর পুরুষতান্ত্রিক মানসিকতা।
বেকার স্ত্রীকে সাধারণত পুরুষরা স্ত্রীসুলভ মনে করেন, নারীসুলভও মনে করেন। এটা পুরুষের পুরুষতান্ত্রিক মানসিকতা।
ঘটনা ও চিত্র দুটো ভিন্ন হলেও, পুরুষতান্ত্রিকতা দুজায়গাতেই বহাল তবিয়তে।
(*সাধারণত। ব্যতিক্রম নিশ্চয়ই আছে)
৩।
নারীরা সাধারণত বেকার ছেলেদের বিয়ে করেননা; তাতেই বোঝা যায় নারীরা কতটা পুরুষতান্ত্রিক।
-ড. সফিকুল ইসলাম।
(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )