জেন্ডার বিশেষজ্ঞ বনাম ফেমিনিস্ট
ফেমিনিস্ট: আমি পিতৃতন্ত্র বলতে বুঝি যে সমাজে সবকিছুতে পুরুষদের আধিপত্য।
জেন্ডার বিশেষজ্ঞ: আমি পিতৃতন্ত্র বলতে সেটা বুঝিনা; আমার কাছে এর অর্থ ভিন্ন ও আরও বড়।
ফেমিনিস্ট: তাহলে তোমার ধারণা টা কি?
জেন্ডার বিশেষজ্ঞ: ঠিক কীভাবে আমাদের সমাজ পুরুষ আধিপত্য বেশি?
ফেমিনিস্ট:সমাজ, রাজনীতি, অর্থনীতিতে পুরুষরা আধিপত্য বিস্তার করে।
যেমন ছেলেরা বেতন বেশি পায়
জেন্ডার বিশেষজ্ঞ: সেটাতো খুব ছোট একটি অংশের কথা বলা হচ্ছে। সমাজের বেশিরভাগ পুরুষই এর মধ্যে পড়েনা। বরং জেলে যারা আছে তাদের বেশিরভাগ পুরুষ, যারা রাস্তায় থাকে তাদের বেশিরভাগই পুরুষ, গৃহহীনদের বেশিরভাগই পুরুষ, যুদ্ধে যায় তাদের বেশিরভাগই পুরুষ, যুদ্ধে নিহত আহত হয় যারা তাদের বেশিরভাগই পুরুষ, সমাজের নৃশংশ অপরাধের শিকার যারা হয় তাদের বেশিরভাগই পুরুষ, যারা আত্মহত্যা করে তাদের বেশিরভাগই পুরুষ, যারা স্কুলে খারাপ করে তাদের বেশিরভাগই পুরুষ, তাহলে পুরুষের আধিপত্য কোথায় পেলেন? িআপনারা যা করছেন তা হলো, কিছু ঘটনা, বিচ্ছিন্ন ছোট ঘটনা তুলে আনছেন আর সব পুরুষের গায়ে লেপ্টে দিচ্ছেন। কিছু হাইপার সফল পুরুষের কাজকে পশ্চিমা আইডিওলোজি দিয়ে চোস্ত ভাষায় স্লোগান বানিয়ে দিচ্ছেন। পুরুষ বিরোধী স্লোগান। আমার কাছে এ লেপ্টে দেওয়াটাই পুরুষতান্ত্রিকতা, আমার কাছে কিছু পুরুষের দোষ সমস্ত পুরুষের গায়ে লেবেল সাঁটিয়ে দেওয়াটাই পুরুষতান্ত্রিকতা, আমার কাছে পুরুষতান্ত্রিকতা মানে শুধু পুরুষের আধিপত্য নয়। যে কোন আধিপত্যই পুরুষতান্ত্রিকতার মোড়কে ঢাকা। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে যারা প্রভাবশালী তারাই অন্যের উপর আধিপত্য বিস্তার করে। নারীও করে, পুরুষ করে। শুধু স্থান কাল পাত্র বা বিষয় ভিন্ন হয়।