ওয়াজ ভালো লাগে, নোয়াজ ভালো লাগে না।
আমি যখন এসি ল্যান্ড এর দায়িত্বে ছিলাম তখন অনেকেই নামজারী রিভিউ বা জমির জটিলতা নিয়ে আবেদন করতো। দুপক্ষ আসলে প্রায়ই নিচের ছবিটা দেখিয়ে শুনানি শেষ করতাম। বলতাম সমস্যাটা যতটা জমি বিষয়ক তার চেয়ে বেশি আপনার মন, মেজাজ, ত্যাজ, অহংকার, অস্তিত্বের লড়াই, লোভ ইত্যাদি জড়িত। আগে মন ঠিক করেন। জমির সমস্যার সঠিক রায় হয়ে যাবে।পরবর্তী তারিখেই! মন ঠিক না হলে রায় দিয়ে জমির সমাধান হবে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবেনা!
নিচের বিষয়গুলি আমরা সবাই জানি । কিন্তু মানিনা!
* দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ।
* একতাই বল
*এক বুড়োর পাঁচ সন্তান ছিল তাদের নিজেদের মধ্যে কোন মিলমিশ ছিলনা। তাদের মধ্যে সব সময় ঝগড়া বিবাদ লেগে থাকত এবং অন্যরা তাদেরকে সহজে আক্রমন বা ক্ষতি করত বা লাগিয়ে রাখতো।একদিন বুড়ো সবাইকে একত্রিত করে পাঁচটা কঞ্চি হাতে ধরিযে দিয়ে সেগুলোকে ভাঙতে বললেন এবং দেখা গেল তারা কেউ ভাঙতে পারলো না, তখন বুড়ো সবাই কে বললো যে তোমরা যদি সবাই একত্রে খাক তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না।তোমরা যে কোন কাজে সফল হবে। গল্পের সারমর্ম টা কারও না বুঝার কথা না ! সব ভাই তখনো জানতো, এখনো জানে। প্রশ্ন হলো মিলমিশের উদ্যোগটা কে শুরু করবে?
*বড় যদি হতে চাও ছোট হও তবে।
* ফলন্ত গাছ মাথা নুয়ে রাখে।
* ওয়াজ/নসীহত/পরামর্শ শুনতে ভালো লাগে, পালনে নয়!
*ওয়াজ ভালো লাগে, নোয়াজ ভালো লাগেনা।
……..
-ড. সফিকুল ইসলাম।
(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )