স্বপ্ন, ব্যর্থতা ও পরিপক্কতা
অনেক স্বপ্ন দেখে, মনে-প্রাণে ভেবে, অনেক আশা নিয়ে, গভীর বিশ্বাস নিয়ে, প্রাণপন চেষ্টা দিয়ে, অনেক সময় পেরিয়ে কিছু পাওয়ার জন্য মাহেন্দ্রক্ষণে উপস্থিত হলেন। হতে পারে চাকুরি, বিজনেস ডিল, পরীক্ষার ফল, প্রেম, সাক্ষাৎ, গিফট, পুরস্কার, রোগমুক্তি, সুনাম, পদবি এটা সেটা। কিন্তু মাহেন্দ্রক্ষণে উপস্থিত হয়ে বহু আকাঙ্খিত চাওয়াটা পেলেন না। বিফল মনোরথে দাঁড়িয়ে ভাবছেন, এও হতে পারে! এও সম্ভব! আমি পারলাম না! ব্রুটাস তুমিও! You too!
.
ভেঙ্গেচুরে ভিতরে ভিতরে নেই হয়ে যাচ্ছেন, ঘেমে যাচ্ছে শরীর, ভার হচ্ছে নি:শ্বাস, আর চোখ হচ্ছে বাষ্পীভূত।
.
তবু ভেঙ্গে পড়তে পড়তে আবার দাঁড়িয়ে গেলেন। এটাই আপনার লাভ। আপনি পেলেন পরিপক্কতা। পরিপক্ক হওয়ার বিকল্প নেই, জীবনের সফলতায়। পরিপক্কতা আপনাকে নির্বার করে, স্বাধীন করে, নির্ভরতা কমায়, পুরো বিশ্বকে বৃদ্ধাংগুলি দেখিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। একাই যে একশো-তাতে সিল মেরে দেয়। আপনি মুক্তমনে প্রসারিত বক্ষে দৃপ্ত পায়ে এগিয়ে যেতে পারেন।
.
তাই বারবার স্বপ্ন দেখুন, আশা করুন, চেষ্টা করুন, বিশ্বাস করুন। তারপর আশাহত হোন। আর কিছু পান বা না পান, পরিপক্কতা পাবেন। তারপর মনের ভেতরে জোর গলায় বলতে পারবেন ‘‘তাহারে বাদ দিয়েও দেখি, বিশ্বভুবন মস্ত ডাগর‘‘।
………….
ড. সফিকুুল ইসলাম, ৩০ আগস্ট ২০২০।
(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )