স্বভাবের উন্নয়ন জরুরি
মাঝে মাঝে এমন হয়, আমার বউ বাচ্চাদেরকে শাসন করে। তবে সরাসরি না, আমার নাম দিয়ে। যেমন তোমার বাবা বলছে এটা করা যাবে, ওটা করা যাবেনা, এটা করলে তোমার বাবা রাগ করবে। ইত্যাদি ইত্যাদি। এরকম মিছামিছি শাসন খারাপ না। কারণ মায়ের উদ্দেশ্য ভালো; সন্তানদের ভালোর জন্যই করে।
এটা শুধু ঘরে হয় তা না। বাইরেও হয়। যেমন বড় নেতার নাম করে ছোট নেতারা অনেক কাজ করে ফেলে। বড় অফিসারের নাম করে ছোট অফিসারেরা করে ফেলে। এরকম নাম বিক্রি হরহামেশাই হয়। চাকুরিজীবনেও দেখেছি কর্মকর্তারা কর্মচারিরা নাম বিক্রি করে অনেক কাজ করে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ নাগরিকদের পক্ষে যাচাই করার উপায় থাকেনা।
ঘরে, পরিবারে, বাড়িতে, গ্রামেও এরকম নাম বিক্রি হয়। শহরে বা বড় পরিসরেও হয়। কোন কাজ করে কিছু লোক বড় ভাইয়ের নাম, বড় স্যারের নাম, বড় নেতার নাম দিয়ে চালিয়ে দেয়। অমুক মন্ত্রী হুকুম দিয়েছে, অমুক স্যার বলেছে, অমুক ভাই আমার পক্ষে আছে, অমুক নেতা আমাদের সমর্থন দিয়েছে ইত্যাদি।
নাম বিক্রি করে ভালো কাজ করলে সমস্যা না। যদি সমাজ, দেশ বা মানুষের উপকারের জন্য, কোন ভালো উদ্যোগ বাস্তবায়নের জন্য এরকম নাম বিক্রি হয় তবে সমস্যা নেই। বরং ভালো। বড় ভাই, বড় নেতা, বড় স্যারের নামে হুকুমত চালিয়ে যদি কল্যাণের পথ সুগম হয় তবে মন্দ কী।
তবে সমস্যা হয় অনেক ক্ষেত্রেই কিছু লোক স্বার্থ বাস্তবায়নে, নিজের উদ্দ্যেশ্য পূরণে, ব্যক্তিগত লাভালাভের আশায় এ অন্যায় ব্যবহার করে থাকে। এতে করে বড় ভাই, বড় স্যার, বড় নেতারা প্রায়শই বিব্রত হয়।বিভিন্ন গুজবের শিকার হন। বলাও যায়না, সওয়াও যায়না, ব্যথার নিরবতা।
অন্যের নাম বিক্রী করে অসতকার্য সাধনে ব্যস্তদের থেকে সাবধান হওয়া জরুরি। কে জানে কে কোথায় কখন কাকে বিক্রি দিয়ে বসে আছে।
-ড. সফিকুল ইসলাম।
(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )