সরল সমাচার।
১।
সরল মানুষগুলো সব বিষয়ে সরলভাবে চিন্তা করে। কিন্তু জটিলদের খেলার শিকার হতে হতে, নাকানি চুবানি খেতে খেতে, সরলরাও দিনে দিনে পরিবর্তন হয়।
.
সাধারণ কমজুড়ি সরলরা জটিল হয়ে যায়, কিন্তু সাচ্চা ও প্রকৃত সরলরা ধরাধামের জটিলতাকে পাত্তা না দিয়ে, গায়ে না লাগিয়ে আরও সরলপথে চলে যায়। যেন কচুপাতা। গায়ে পানি পড়েছিল বটে, তবে লাগতে দেয় না। ‘‘হে প্রভূ তুমি আমাকে সহজ সরল পথে চালাও‘‘ এ পথই এদের নিয়তি।
.
তাতে জটিলদের কিছু আসে যায় না! তারা তাদের খেলা খেলা যায়। তারা পরিবর্তন হবার নয়। বিধাতা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। জটিলতাই এদের সারাজীবনের নিয়তি।
২০২১
………….
০২।
মানুষ
যত সরল হয়, তত গরলের মুখোমুখী হয়
যত সহজ হয়, তত কঠিনের শিকার হয়
যত স্বতস্ফুর্ত হয়, তত উপেক্ষার শিকার হয়
যত মূল্যায়ন করে, তত অবহেলার শিকার হয়!
.
২০২০
……………….
০৩।
চালাকেরা খুব চালু, তারা খুব দৌঁড়ায়, খেলার চাল চালে, আর কেবল জেতে। তারা নিজের ’ভাগ্য’ নিজেই লিখে।
.
সরল ও বোকারা একটু সোজা টাইপের, তারা বুঝে কম, সোজাভাবে চলে। তাদের ’ভাগ্য’ প্রকৃতি বা বিধাতা লিখে।
.
প্রশ্ন হচ্ছে, কার লেখা ভাগ্যটা বড়ো কিছু হবে বা দীর্ঘমেয়াদে কল্যাণকর হবে?
নিজের লেখা নাকি প্রকৃতির/বিধাতার লেখা?
২০১৮
………….
০৪।
সহজ সরল থাকার অনেক সুবিধা আছে। সাময়িক হয়রাণি হলেও পরিণাম ভালো ইহদিনাস সিরা ত্বাল মুসতাক্বীম। হে প্রভূ আমাকে তুমি সহজ সরল পথে চালাও
২০১৯
………….
০৫।
শুভ নিয়ে তাদের দ্বারে দ্বারে যাই
তাদের মনে কেবল কু-ডাক ডেকে যায়।
.
কারো কাছে সরল মনে ভালো হতে চাই
কারো কারো জটিল খেলায় খারাপ বনে যাই।
২০১৪
………….
৬।
সহজ ও সরলরা সরল পথেই ভাবে আর চলে।
অতি চালাকরা মাঝে মাঝে সরলদের ব্যবহার করে
জিতে গেছে বলে ভাবে ও হাসে।
তা সাময়িক।
আখেরে সরলরাই জেতে।
২০১৫
………..
০৭।
সরল সরলই থাকে আজীবন।
সরলের জটিল ও গরল অবস্থাও সরলই!
২০১৭
………………
০৮।
সরল আছি সরল থাকি
তোমরা যত চালাকি করো চালাকি দেখাও;
আমি ততই নিজেকে সহজ
ও সরলরূপে পাই। তোমরাও খুশি আমিও খুশি। বিধাতার সমীকরণ!
২০১৮
……………….
০৯।
বিবেক ও সরল দুই ভাই। হরিহর আত্মা দুই ভাই।
তারা মিলেমিশে থাকে। সত্য বলে আর সোজা পথে হাঁটে।
কথা ডানের পক্ষে গেলে ডানের তারা হাততালি দেয়, লাইক থাম্ব দেয়;
কথা বামের পক্ষে গেলে বামের তারা হাততালি দেয়, লাইক থাম্ব দেয়।
তাতে বিবেক ও সরল ভ্রুক্ষেপ করেনা।
তারা সত্য বলে আর সোজা পথে হাঁটে।
২০১৫।
…………
১০।
কিছু সরল লোক যত বড় পরিসরেই যাক না কেন, সরলতা ছাড়তে পারে না।
কিছু জটিল লোক যত ছোটো পরিসরেই থাকুক না কেন, জটিলতা ছাড়তে পারে না।
২০১৯
……….
১১।
বিনয় ও সরলতার অনেক ভালো দিক থাকলেও এ গুণের অধিকারীরা প্রায়শ: হাবাগোবা বা মেরুদন্ডহীন হিসেবে তকমা পায় বা ভিকটিম হয়।
বিনয় দেখাও, সরল হও, কয়েকবার করে বোকাও সাজো, কিন্তু মেরুদন্ডকে গুঁড়ো করে মাটিতে মিশিয়ে দিও না।
২০২০
………….
১২।
সরল মানুষগুলিকে জটিল মানুষগুলো খুব প্রতারণামূলকভাবে ব্যবহার করে। সরলেরা বুঝতেও পারে না, কীভাবে কখন ব্যবহৃত হচ্ছেন।
জটিলেরা ভাবে জিতে গেছেন। আহা কী চালাক!
চালাকেরা ভুলে যায়, সময় বৃদ্ধ যাযাবর। আজ গ্রীসে তো কাল চিলিতে।
দীর্ঘ সময়ের ব্যবধানে কে কোথায় হারিয়ে যায়, কে কোথায় উঠে যায় তা আমাদের জানার বাইরে।
আমার এক স্যার বলতো, “শেষ ভালো যার সব ভালো তার”। মা বলতো, খোদার মাইর, চিন্তার বাইর”। ছোট মামা বলতো, “আল্লাহ যারে দে, তারে তুলি ফাইড়া দে”।
জটিলেরা পেছনে তাকিয়ে দেখেও না জীবনের হাজার চালাকির পরেও এদের জমার খাতা শূন্য কেবল।
২০১৮
…………..
১৩।
সরল, জটিল আর গরল তিন প্রতিবেশী। জটিল আর গরলের একটি ঘটনায় গরলের স্পষ্ট অন্যায় ছিল। সরল জটিলের পক্ষে বললো এবং গরল যে অন্যায় করেছে তা প্রকাশ্যে গরলকে বুঝিয়ে দিলো। ফলে গরল সরলের উপর ক্ষুব্ধ হলো।
আবার আরেকদিন জটিল আর গরলের আরেকটি ঘটনায় জটিলের অন্যায় ছিল। সরল গরলের পক্ষে বললো এবং জটিল যে অন্যায় করেছে তা প্রকাশ্যে জটিলকে বুঝিয়ে দিলো। ফলে জটিল সরলের উপর ক্ষুব্ধ হলো।
আসলে সরলরা সোজাই হয়, একাই হাঁটে। গরল ও জটিলদের সহযোগি অভাব হয় না।
ডিমরালাইজড হবার কিছু নেই। আখেরে সরলরাই জেতে। সব জেতা দেখা যায় না।
২০১৭
…………
১৪।
ঘরে বা বাইরে, পরিবারে বা সমাজে, পরিচিতদের মধ্যে কিছু লোক থাকে সহজ-সরল। জটিলতা, কুটিলতা, শটতা, মিথ্যা, প্রতারণা, জালিয়াতি সহজে গ্রহণ করতে পারেনা। তাঁদের সাথে কখনোই এসব করতে যাইয়েন না। তাহলে এরা খুবই কষ্ট পায়।
হে জটিল ও ফটকা ভাইবোনেরা,
যা আপনার জন্য সাধারণ অহরহ ঘটনা সেটা তার জন্য সুনামির মতো ধাক্কা।
সবাই সবকিছু সহজে নিতে পারেনা।
২০১৬
…………..
Great