কেউই সব জানে না
১।
পৃথিবীতে একেবারে অজ্ঞ বলতে কেউ নেই। সবাই কম বেশি জ্ঞানী।
আমরা জানি, জ্ঞানের জগত অসীম।
ধরি,
যে সবচেয়ে কম জানে = অসীম এর ক পরিমাণ জানে।
যে আরেকটু বেশি জানে = অসীম এর খ পরিমাণ জানে।
যে অনেক বেশি জানে = অসীম এর গ পরিমাণ জানে।
এখন,
সবচেয়ে যে কম জানে, সে (অসীম বিয়োগ ক) বিষয়ে কিছুই জানেনা।
যে আরেকটু বেশি জানে, সে (অসীম বিয়োগ খ) বিষয়ে কিছুই জানেনা।
যে অনেক বেশি জানে, সে (অসীম বিয়োগ গ) বিষয়ে কিছুই জানেনা।
সুতরাং যে সীমানায় তারা জানেনা, সে সীমানায় তারা সবাই অজ্ঞ।
আবার
ক যা জানে খ তার সব জানতে পারে আবার নাও জানতে পারে, তথা খ এর জানার জগত ক এর সাথে মিলতে পারে আবার ভিন্নও হতে পারে।
ক ও খ যা জানে গ তার সব জানতেও পারে আবার নাও জানতে পারে, তথা গ এর জানার জগত ক ও খ এর সাথে মিলতে পারে আবার নাও মিলতে পারে।)
সুতরাং সবাই জ্ঞানের অসীমের মধ্যে নিজ নিজ সীমানায় জ্ঞানী।
…..
২।
বুদ্ধিপ্রতিবন্ধীকে চেষ্টা করলে বোঝা যায়, বোঝানো যায়।
বুদ্ধিতে প্রতিবন্ধী বুদ্ধিজীবীকে বুঝতে বা বোঝাতে চেষ্টা বৃথা যায়।
……..
৩।
যে জানে সে জানে যে সে কী জানে এবং কতদূর জানে।
…………………..
৪।
আমরা কেবল সত্য খুঁজতে পারি
অসীমে সত্য কী তা কি আমরা জানি না!
……………………..
৫।
সত্যিকার বুদ্ধিজীবি মাত্রই
তিনশত ষাট্ ডিগ্রী গভীরে ভাবে
সকল মতের সেরাটা গ্রহণ করে।
………………………
৬।
তথ্য ও প্রমান দিয়ে সারা বিশ্বে যেটা প্রতিষ্ঠিত হয়ে যায়, সেটাও কোন এক দেশের কোন এক গ্রামের কোন এক কোণে খাপ নাও খেতে পারে। স্থান কাল পাত্র ও প্রেক্ষিত খুব জরুরি। (অবজেক্টিভিস্ট/পজিটিভস্ট/রিয়েলিস্টদের শত প্রমাণিত অনুমানের মধ্যেও তাই সাবজেক্টিভিসট/কনস্ট্রাক্টিভিস্টদের ভিন্ন দেখা রূপ খুব বাস্তব ও গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
-ড. সফিকুল ইসলাম।
(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )