সব ছাত্রছাত্রীরা এখন সিভিল সার্ভিসে আসতে চায় কেন?
গতকাল পোস্টে জিজ্ঞেস করেছিলাম যে সব ছাত্রছাত্রীরা এখন সিভিল সার্ভিসে আসতে চায় কেন? প্রায় ৫০ জন কমেন্ট করেছে। সেখান থেকে সার সংক্ষেপ করলে কারণগুলো যা দাঁড়ায়ঃ (গুরত্বানুসারে সাজানো নয়)
১। ক্ষমতাবান হওয়া বা এমন কিছু হওয়া যাতে রাষ্ট্র ও সমাজে গুরুত্ব পাওয়া যায়
২। ঘুষ খাওয়া, দুর্নীতির মাধ্যমে অনেক টাকা ও ক্ষমতার মালিক হওয়া
৩। এই নিয়োগ অপেক্ষাকৃত স্বচ্ছ প্রক্রিয়ার সম্পাদিত হয় এবং এ প্রক্রিয়ায় এক ধরনের বিশ্বাস জন্মেছে সবার। অন্যান্য সরকারি, বেসরকারি, পাবলিক ইত্যাদি নিয়োগ অস্বচ্ছ।
৪। প্রত্যাশিত সামাজিক মর্যাদায় বিবাহ
৫। চাকুরির অন্যান্য ক্ষেত্রে নিরাপত্তা নাই, সুযোগ ও প্রাইভেট বিনিয়োগ কমেছে, সেই তুলনায় বিসিএস এ নিরাপত্তা আছে, নিজের ও পরিবারের।
৬। কাজের ক্ষেত্র অনেক বড় ও জনগণের কাছে থেকে কাজ করার সুযোগ
৭। বিসিএস হলে একদম নাই থেকে এক মুহুর্তেই সামাজিক মর্যাদাসম্পন্ন কিছু একটা হয়ে যাওয়া যায়
৮। গাড়ি ও বাড়ি পাওয়ার সম্ভবনা
৯। তথাকথিত (উচ্চ) শিক্ষার সুযোগ পাওয়া
১০। ভালো বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা
১১। চাকুরি না করেও যে সফলতা পাওয়া যায় বা সম্মানের সাথে বাঁচা যায় সে বিষয়ে তাঁদের কনফিডেন্স নাই
১২। পরিবারের চাপে
১৩। প্রাইভেট চাকুরি যতই বড়ই হোক না কেন পুলিশের কনস্টবলও আপনাকে থাপ্পড় মারতে পারে
১৪। কোটা থাকলে চাকুরি পাওয়ার সম্ভবনা ও আত্মবিশ্বাস দুইই বাড়ে
১৫। দেশপ্রেম ও দেশের সেবা করার সুযোগ পাওয়া
১৬। সাহসী উদ্যোক্তা সৃষ্টির শিক্ষা ব্যবস্থা, পরিবেশ, অনুঘটক নেই। বর্তমান শিক্ষা ব্যবস্থায় সৃষ্ট বেশিরভাগ জনবল রিস্ক এভার্ট করতে চায়
এগুলোই মোটাদাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে বা কলেজ তাদেরকে কেন আরও ভালো বা উদ্যোগী কিছু করার উৎসাহ দিতে পারছে না সে বিষয়টি আসে নাই। আর কী আসতে পারতো বা আসে নাই সে নিয়ে আলোচনা হতে পারে।
-ড. সফিকুল ইসলাম।
(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )