সফলদের জীবনী ও বাস্তবতা
অনেকেই বলেন, পরীক্ষায় ভালো ফল করনি, সমস্যা নেই।
রবীন্দ্রনাথ স্টিভ জবস অমুক তমুক পরীক্ষায় ভালো না করেও জগতজুড়ে বিখ্যাত।
এ কথার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। এ ধরণের স্বান্তনা বা উপসংহার কিশোরদেরকে ভুল পথে ধাবিত করে।
পরীক্ষায় ভালো করার জন্য দরকার হয় সুনির্দিষ্ট লক্ষ্য স্থির, দৃঢ় প্রত্যয়, সঠিক পরিকল্পনা, এবং সে অনুসারে নিয়মিত খাঁটুনি। চারটিই জরুরি।
যে ছেলে পরীক্ষায় ভালো করেনি, আমি নিশ্চিত যে পরীক্ষা নিয়ে তার এ চারটিই ছিলনা।
যে ছেলে পরীক্ষার জন্য এ চারটি আত্মস্ত ও অভ্যাস করেনি, সে অন্যকাজে ভালো করবে তার নিশ্চায়তা কি? কোন নিশ্চায়তা নেই। বস্তুত এ চারটি ছাড়া কোনটাই হবেনা।
রবীন্দ্রনাথ, স্টিভ জবসতো আরো পরের বিষয়।
আমার কথা সোজা। যে জীবনাচরণ, অভ্যাসের কারণে সে পরীক্ষায় খারাপ করেছে, সেটা বহাল থাকলে সে সকল কাজেই ব্যর্থ হবে।
পরীক্ষায় ব্যর্থতা একটি ব্যর্থতাই। এ ব্যর্থতা কী কারণে হয়েছে সেটি অনুসন্ধান করতে হবে। সে কারণ অনুসন্ধান করে এ থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। সাথে উপরের চারটি অভ্যাস লাগবে।
পরীক্ষা ভালো না লাগলে যে কাজ ভালো লাগে সে কাজ করবে। সে কাজে উপরের চারটি বিষয় একাগ্রচিত্তে জীবনাচরণ ও অভ্যাসে নিতে হবে।তবেই সে নিজ পছন্দের কাজে (কৃষি, ব্যবসা, প্রযুক্তি…) সফল হবে। অন্যথায় সে সকল কাজেই ব্যর্থ হবে।
-ড. সফিকুল ইসলাম।
(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )