চাকুরি পাওয়ার সহজ উপায়
চাকুরী/কাজ পাওয়ার সহজ উপায়:
চাকুরি দেওয়া যায়না। চাকুরি পেতে হয়। তোমার যে চাকুরি খুব দরকার এটা তোমার চেয়ে আর কেউ ভালো জানে না। তুমি নিজে তোমাকে হেল্প না করলে অন্য কেউ তোমাকে হেল্প করবে? এমনটা আশা করা বোকামি বটে। সে আশা দূরাশা।
সবচাইতে ভালো হয়, যদি তুমি নিজেকে ভালোবাসো তবে তোমার জন্য তুমি কষ্ট করো, পড়ো, প্রশিক্ষণ নাও, শ্রম দাও, প্রতিযোগিতায় ফাইট দাও, চাকুরি পাও।
কিংবা পরিকল্পনা করো, উদ্যোক্তা হও, পরিশ্রম করে সফল হও, জিরো থেকে শুরু করে ধীরে ধীরে বড় হও, পরে নিজে সফল হয়ে মানুষকে চাকুরি দাও।
-ড. সফিকুল ইসলাম।
(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )