কাজে আত্মঘাতি হইওনা।
কাজে আত্মঘাতি হইয়ো না
আপনার মনে যত কষ্টই থাকুক, যত বেদনাই থাকুক, জীবনে যত যুদ্ধই করে থাকেন, যত পরিশ্রমই করে থাকেন, যত খরচই করে থাকেন, যত ত্যাগ তিতিক্ষাই থাকুক আর যত কাঠখড়ই পুড়ায়ে থাকেননা কেন, কখনোই নিচের তিনটি কাজ করবেননা।
১. কখনোই নিজের ভাই-বোন, বাবা-মা, আত্মীয়কে আপনার কোন কাজ দ্বারা ঠকাবেননা।
২. কখনোই নিজের শিক্ষা প্রতিষ্ঠানকে, নিজের সামাজিক প্রতিষ্ঠানকে, নিজের ধর্মীয় প্রতিষ্ঠানকে (যেখান থেকে আপনি নিয়েছেন, আপনার পরবর্তী প্রজন্ম নিবে) আপনার কোন কাজ দ্বারা ঠকাবেননা।
৩. কখনোই নিজের দেশকে, নিজের জাতিকে আপনার কোন কাজ দ্বারা ঠকাবেননা।
যত যুক্তিই থাকুক আপনার মনে, যত ব্যথাই থাকুক প্রাণে, যত কষ্টই পান আপনি দেহে, যত রাগই থাকুক মেজাজে এদেরকে ঠকাবেননা, এদের ক্ষতি হয এমন কিছু করবেননা। যদি করেন তবে আপনি নিজেই নিজের কাছে মরে যাবেন, নিজে এর ফল ভূগবেন কিংবা আপনার নিজের বংশ বা অংশ এর দ্বারা ভোগান্তিতে পড়বে।
আবারও বলছি,
যদি করেন তবে আপনি নিজেই নিজের কাছে মরে যাবেন, নিজে এর ফল ভূগবেন কিংবা আপনার নিজের বংশ বা অংশ এর দ্বারা ভোগান্তিতে পড়বে।
সময় গেলে সাধন হবেনা।
(তাহলে কি অন্যদের ক্ষতি করা যাবে? না যাবেনা, সেটা অন্য আলোচনা। সেটা অন্যত্র বলবো। আজকে এটা বলা জরুরি ছিল, তাই বললাম)
-ড. সফিকুল ইসলাম।
(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )