৪০ বছর বয়স একটি মাইলফলক।
১।
মানবজীবনের ৪০ বছর বয়স একটি মাইলফলক।
২।
আদম, ইয়াহিয়া, , মোহাম্মদ (স:) সহ অনেক নবীই ৪০ বছর বয়সে নবুয়্যত লাভ করেছিলেন। ধরে নেওয়া হয় বুদ্ধি ও চিন্তার পরিপক্কতা, আর স্থিরতা-ধীরতা ইত্যাদি ৪০ বছর বয়সের পরেই মানুষের জীবনে আসে। অবশ্য ব্যতিক্রমও আছে কারো হয়তো আরো আগেই আসে, কারো হয়তো সারাজীবনেও আসেনা। সব মানুষের আইকিউ সমাননা, আবার একই মানুষের আইকিউ সব বয়সে সমাননা।
৩।
সেই ৪০ বছর আজ আমার পূর্ণ হলো।
প্রশ্ন হচ্ছে আমি কী সফল? নাকি বিফল? আমি কি চিন্তায় পরিপক্ক হয়েছি নাকি এখনো অনেক দূরে রয়ে গেছি। যদি সফল না হয়ে থাকি তবে কীভাবে সফল হবো? সফল কি হতে পারবো? সফল হওয়া কাকে বলে?
কবি নজরুল বা সুকান্ত, ওয়ারেন বাফেট বা জুকারবাগ, মেসি বা মেরাডোনা অনেক সফল লোক ৪০ এর আগেই সফল হয়েছেন। আবার ৪০ এর পরে সফল হয়েছেন এমন মানুষও কম নয়। হেনরি ফোর্ড ফোর্ড গাড়ির ধারণা পান ৪৫ বছর বয়সে, ডারউইন থিওরি অব ইভোলিউমন লিখেন ৫০ বছর বয়সের দিকে, কেএফসির মালিক কেএফসির ধারণা পান ৬২ বছর বয়সে। আবার যাদেরকে বিখ্যাত বলছি তাঁরা কি আসলেই সফল?
সুতরাং কী করিনি, কী হয়নি প্রশ্ন করা যেমন জরুরি, আবার কিছুই হবেনা বলে ভেঙ্গে না পড়াও জরুরি। কে জানে কোথায় কী লেখা আছে জীবনের বাঁকে বাঁকে।
৪।
বৃশ্চিক রাশির সফল হবার বয়স নাকি ২২, ২৪, ও ৩২ বছর বয়সে। তবে কী পেরিয়ে এলাম! বৃশ্চিকের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে পাবলো পিকাসো, ইন্দিরা, ভলতেয়ার, হুমায়ুন আহমেদ, রুনা লায়লাসহ অনেকেই আছেন। হয়তো অনেকে বলবেন রাশি বিশ্বাস করি কিনা? নিজেরেই বিশ্বাস করিনা, আর রাশিরে বিশ্বাস করি কীভাবে?
আর তা ছাড়া বাঁচবোই কয়দিন? তাইতো জানিনা। তাই যে কয়দিন বাঁচি ভালো মানুষ হিসেবে বাঁচতে চাই।
2019
-ড. সফিকুল ইসলাম।
(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )