Detail

Home - সাহিত্যকর্ম - বুক রিভিউ - জল রঙের মেয়ে: সামান্তা সৌমি

জল রঙের মেয়ে: সামান্তা সৌমি

সৌমী

এবার বইমেলা থেকে নতুন লেখকদের বই কিনেছি।  নতুন লেখকদের পড়ার মজা আলাদা। নতুন প্রেমের মতোই। পরিচিত লেখকদের লেখার সাথে পরিচিত বলে গল্পের ধরণ, ভাষার কাজ, বলার মেজাজ, আবহটা আমরা ধরতে পারি আগে থেকেই। নতুন লেখকদের ক্ষেত্রে সেটা পারা যায়না। নতুন লেখকদের বই পড়ার মজার বিষয় হলো র গল্প, গল্পের অনুষঙ্গ, চরিত্র, কাঁচামাল সব ভিন্নরকম ও নতুন। একেবারে নতুন ঢঙে নতুন ঘরাণার গল্প। অরিজিনাল কাহিনী আশপাশ থেকে নেওয়া যা বড় লেখকদের হয়তো এড়িয়ে যাওয়া হয় বা চোখে পড়েনা।

তেমনি নতুন লেখক সামান্তা সৌমি। তাঁর বইয়ের নাম ‘জল রঙের মেয়ে‘। ১১০ পৃষ্ঠার বইয়ে ১৭টি গল্প। প্রতিটি গল্পই মধ্যবিত্ত শ্রেণীর পারিবারিক, সামাজিক, মনস্থাত্ত্বিক ও পেশাগত জীবনের আবহ ঘিরে। সমাজের নানান শ্রেণীর চরিত্র ওঠে এসেছে সহজ আর প্রাঞ্জল ভাষায়।

‘নবাবজাদা‘ গল্পের ইদ্রিস পড়তে গিয়ে হুমায়ুন আহমেদের যে কোন হাসির চরিত্রর মতোই হাসি এসেছে, আবার সাথে সাথেই হোটেল বয় রুবেলকে পড়ার সময় আমার মনে পড়লো মানিক বন্দোপাধ্যায়ের ‘ঝড়ের পরে‘ গল্পের মাহবুবের কথা। চোখ ছলছল অবস্থা।  এ গল্পটি পড়ে আমার মেয়ে শ্রেয়াও আনন্দ পেয়েছে।

দ্বিতীয় গল্পের নাম ‘জল রঙের মেয়ে‘, এ নামটি দিয়ে বইটিরও নামকরণ হয়েছে।  গল্পটি আসলে ক্লাসিক প্রেমের বাস্তব ধরণ সুন্দরভাবে ফুটে উঠেছে সহজ মধ্যবিত্ত জীবনের আবহে। ‘মিষ্টিমুখ‘ গল্পটিতে আমাদের অতি পরিচিত কোন ঘটনাকে তুলে ধরেছেন পারিবারিক বন্ধন ও ভালোবাসাকে ঘিরে। ‘রঙবদল‘ গল্পে শেষ বয়সের সাহেলা বেগমের চরিত্রটা খুব বাস্তরূপে তুলে ধরেছেন লেখক, যেন আমাদের চিরচেনা কোন বয়স্ক মানুষ। এত ডিটেইলস ভাবাই যায়না।  ‘পৃথিবীর রঙ্গালয়‘ গল্পে আনিস মৌরির শেয়ারড বাসায় থাকা ও নানান শ্রেণীর জীবন প্রকৃতির সাথে মিথস্ক্রিয়া নিপুনভাবে সহজে তুলে ধরেছেন লেখক।  ‘চুরি‘ গল্পে পরিচর্যাকারী জেসমিন চরিত্রটিতে পাঠক ডুবে যাবে, গল্পের শেষ হবার আগ পর্যন্ত জানবেইনা কী দিয়ে শেষ হচ্ছে! আর অভিনয় গল্পে মনি আর কাদের পাগলার অভিনয় জীবনের নিদারুণ নিষ্ঠুরতা!

যারা বড় উপন্যাস পড়তে পছন্দ করেননা, যারা দ্রুত গল্প পড়ে শেষ করতে চান, যারা একই গল্পে হাসি কান্না উইট চান, যারা গল্পে নিজেকে বা নিজের আশপাশ খুঁজে পেতে চান ও হারাতে চান, তাঁদের জন্যই এ বইটি।  পড়ে মনে হবে এ যেন আপনারই জীবন কিংবা আপনার দেখা আশপাশের গল্প।

একটি সুখপাঠ্য বই।

-ড. সফিকুল ইসলাম।

(লেখাটি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিংবা ইমেইল করতে পারেন অনুভূতি জানিয়ে Shafiq.bcs@gmail.com। শেয়ার করতে পারেন ফেসবুকে বা লিংকডইনে। )

Share Now
Author

Dr. Shafiqul Islam

(BBA, MBA, DU; Mphil, Japan; PhD, Australia) Deputy Secretary, Government of Bangladesh. Chief Executive Officer, Cumilla City Corporation, Local Government Division, Ministry of LGRD
error: Content is protected !!

My Shopping Cart